আবারও মুক্তিযুদ্ধ নিয়ে বলিউডে মুভি

0 ৯৩৭

বিনোদন অনলাইন ডেস্ক : বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ‘চিলড্রেন অব ওয়ার’, ‘গহনার বাক্স’, ‘আইয়ারি’, ‘১৬ ডিসেম্বর’, ‘দ্য ঘাজি অ্যাটাক’, ‘গুন্ডে’, ‘১৯৭১’, ‘রাজি’ মতো সফল সিনেমা বলিউডে নির্মিত হয়েছে। প্রায় প্রতিটি ছবিতেই মুক্তিযুদ্ধের পাশাপাশি ১৯৭১ সালের ‘পাক-ভারত যুদ্ধ’ বিশেষভাবে উপস্থাপিত হয়েছে।
এবার ঐতিহাসিক সেই অধ্যায় নিয়ে নির্মিত হচ্ছে নতুন এক বলিউড মুভি ‘রোমিও আকবর ওয়াল্টার (র)’। ছবিটিতে যুদ্ধ চলাকালীন ভারতের বিশেষ কিছু গোয়েন্দা তৎপরতা তুলে ধরা হবে।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন জন আব্রাহাম। এখানে তাকে দেখা যাবে ভারতীয় এক নাগরিকের চরিত্রে, যিনি পাকিস্তানি বাহিনীতে যুক্ত হয়ে যুদ্ধের নানা রণকৌশল পাচার করেন ভারতীয় বাহিনীর কাছে।
গত ৮ মার্চ ছবিটির জন্য চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ হন জন আব্রাহাম। তবে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন এ ছবি থেকে সরেও যেতে পারেন তিনি। কারণ প্রায় একই গল্প নিয়ে গত বছর নির্মিত হয়েছে আলিয়া ভাটের ‘রাজি’ মুভিটি। এর মুক্তি পাওয়া ট্রেলার দেখার পর আব্রাহাম নাকি কিছুটা নাখোশ হয়েছেন গল্পটা প্রায় একই হওয়ায়।
পরিচালক রবি গাড়োয়াল এরইমধ্যে ছবিটির জন্য সব ধরনের প্রস্তুতি শুরু করেছেন। ৬০ কোটি রুপির এ ছবিটির দৃশ্যধারণ শুরু হবে আগামী ১ জুন থেকে। নেপাল ও ভারতের বেশ কয়েকটি স্থানে ছবিটির শুটিং চলবে। ব্রেকিংনিউজ/

Leave A Reply

Your email address will not be published.