আবার বাঁধন ১২ বছরের ছোট ছেলেকে বিয়ে করলেন
আলমগীর,বিনোদন :
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিজের থেকে ১২ বছরের ছোট ছেলেকে বিয়ে করলেন। করছেন ঘর সংসারও। তবে বাস্তব জীবনে নয়, টেলিভিশনের পর্দায়। ‘দি পাবলিক’ নামের একটি ধারাবাহিক নাটকে এমন চরিত্রেই দেখা যাবে বাঁধনকে। জুয়েল মাহমুদ পরিচালিত ধারাবাহিক নাটকটির ১৩ পর্বের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে।
পর্দায় একটি চরিত্রকে ফুটিয়ে তুলতে অভিনেতা-অভিনেত্রীদের অনেক কিছুই করতে হয় বা সাজতে হয়। নিজের থেকে ১২ বছরের ছোট ছেলের সঙ্গে বাঁধনের ঘর সংসার তারই একটা প্রয়াস।
‘দি পাবলিক’ নাটকে দেখানো হবে, স্বামী নিয়ে বাবার বাড়িতেই থাকেন বাঁধন। অর্থাৎ ঘরজামাই থাকেন তার স্বামী। নাটকে বাঁধনের স্বামীর চরিত্রে অভিনয় করছেন মডেল ও অভিনেতা জোভান। নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা জুয়েল মাহমুদ।
এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘নাটকটি নিয়ে আমি দারুণ আশাবাদী। এতে যে ধরনের চরিত্রে অভিনয় করেছি এটা আগে কখনও করা হয়নি। অসম বয়সী দু’জন মানুষের সংসার দেখানো হয়েছে এতে। দর্শকরা নাটকটি দেখে অনেক আনন্দ পাবেন।’
বাঁধন-জোভান ছাড়াও ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন আবুল হায়াত, শহীদুজ্জামান সেলিম, আলভী এবং নাদিয়া মিম।