আমার চোখে বঙ্গবন্ধু ভাষণ প্রতিযোগিতায় আটঘরিয়ায় নুরাইয়া সাইম শানু প্রথম

0 ২২৪
আটঘরিয়া প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষে এক মিনিটে “আমার চোখে বঙ্গবন্ধু” শীর্ষক ভিডিও ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতায়  আটঘরিয়া উপজেলায় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী নুরাইয়া সাইম শানু প্রথম স্থান অধিকার করেন।
এক মিনিটে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ভিডিও ভাষণটি বিভিন্ন বিদ্যালয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিও ক্লিপ উপজেলায় পাঠানো হয় । পরবর্তীতে কর্তৃপক্ষ বিচার বিশ্লেষণ করে ওই প্রতিযোগিতাযর ফলাফল ঘোষণা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন জানান, উক্ত ছাত্রী নুরাইয়া সাইম শানু বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে।

Leave A Reply

Your email address will not be published.