‘আমার প্রতিজ্ঞা’র নায়িকা কে হচ্ছেন?

0 ১,৫৫০

shakib-mahiআলমগর, বিনোদন : ‘আমার প্রতিজ্ঞা’র নায়িকা নিয়ে ফের জল ঘোলা হতে শুরু করেছে। পরিচালক প্রথমে নায়িকা হিসেবে মাহির কথা বললেও পরে শোনা যায় শবনম বুবলিকে চাইছেন শাকিব খান। তবে সিনেমাটির চিত্রনাট্যকার কাশেম আলী দুলাল জানালেন, নায়িকা হিসেবে মাহিই থাকার সম্ভাবনা প্রবল।

‘আসলে ছবিটির গল্প অনুযায়ী মাহিকে দরকার। আর বুবলিকে চেয়েছেন শাকিব তা নয়। উনি বলেছেন নতুন কেউ হলে ভাল হয়। প্রযোজক ও পরিচালক মাহিকেই চাইছেন আমি যেটা জানি।’

কাশেম আলী দুলালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘আসলে নায়িকা হিসেবে মাহি বা বুবলি, নাকি নতুন কাউকে নেব তা এখনো সিদ্ধান্ত নিইনি। আশা করি কয়েকদিনের মধ্যেই জানাতে পারব।’

যাকে ঘিরে এত আলোচনা সে মাহিই নাকি এখনো ‘আমার প্রতিজ্ঞা’র প্রস্তাব পাননি। তিনি বলছিলেন, ‘আমি পত্রিকায় খবরটি পড়েছি। এখন পর্যন্ত এ ছবির কেউ আমার কাছে প্রস্তাব নিয়ে আসেনি।’

মাহির ‘হারজিৎ’-এর শিডিউল শেষ হবে এ মাসের ২৫ তারিখে। এরপর ২০ নভেম্বর থেকে ‘ঢাকা অ্যাটাক’-এর বাকি অংশের শুটিং শেষ করবেন। মাঝের ২০ দিনের শিডিউল রেখেছেন আরেকটি সিনেমার জন্য। তবে কোন ছবির তা এখনই বলতে রাজি হননি।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com