আমার ব্রেক, ব্রেকআপ কিচ্ছু চাই না’মিমি
আলমগীর,বিনোদন :
বাংলা সিনেমার কলকাতার পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমি চক্রবর্তীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি এই সম্পর্কের ইতি ঘটেছে। বিচ্ছেদ নিয়ে মিমির ভাষ্য, ‘আমার ব্রেক, ব্রেকআপ কিচ্ছু চাই না। বিচ্ছেদের পর রাজ চক্রবর্তী শুভশ্রীর সঙ্গে নতুন সম্পর্ক শুরু করেছেন। কিন্তু মিমি এখন সিঙ্গেল আছেন।
ব্রেকআপ ভুলে থাকার জন্য কঠিন কাজে ডুবে থাকতে চাইছিলেন? এমন প্রশ্নের জবাবে মিমি বলেন, ‘বিশ্বাস করুন, বোর হয়ে গিয়েছি। ব্রেকআপ থেকে আমি বেরিয়ে গিয়েছি। মিডিয়া বেরোতে পারছে না।’
তবে কি নতুন সম্পর্কে জড়িয়েছেন মিমি? না তবে করবেন বলছেন।বললেন, ‘সাংবাদিকের জন্য হলেও প্রেম করতে হবে। কেননা, আমার বিচ্ছেদ নিয়ে তারাই বেশি ব্যাকুল।’
মিমির কেরিয়ার শুরু করেছিলেন ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ দিয়ে। তার পর তাকে বেশ কিছু ছবিতে দেখা গেছে। ক্যারিয়ারে অনেক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। এখন তাকে বাণিজ্যিক ছবিতেই বেশি দেখা যায়।