আমি আর পাঁচজন প্রধানমন্ত্রীর মতো না- প্রধানমন্ত্রী
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে সর্বোপরি দেশের স্বার্থে তিনি ও তাঁর সরকার সব সময় নিবেদিত হয়ে কাজ করেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি আর পাঁচজন প্রধানমন্ত্রী বা সরকারপ্রধানের মতো না। আমি কাজ করি…, আমি কাজ করি আমার দেশের কল্যাণে, আমার দেশের মঙ্গলের জন্য আন্তরিকতার সাথে।’
বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বেপজা ইন্টারন্যাশনাল ইনভেস্টরস সামিট-২০১৮’ এর উদ্বোধনীতে দেয়া ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বেপজা বিনিয়োগ আকর্ষণ এবং পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে রফতানি বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমি বিশ্বাস করি ইপিজেডের মত অর্থনৈতিক অঞ্চল পরিচালনায়ও বেপজা সাফল্যের পরিচয় দেবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বেসরকারি খাত। শিল্পের প্রসার, রপ্তানি খাত সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সরকার এ ক্ষেত্রে সহায়তাকারীর ভূমিকা পালন করে যাচ্ছে।’
দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য তাঁর সরকার মূলধন এবং মুনাফা প্রত্যাবাসন, ট্যাক্স হলিডে প্রদানসহ বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুবিধা দিচ্ছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘এক জায়গায় সমন্বিতভাবে কলকারখানা স্থাপন করলে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থাগুলোর পক্ষে তাদের সেবা দেয়া সহজ হয়। পাশাপাশি জমির অপচয়ও বন্ধ হয়।
আমাদের সরকারের বিনিয়োগবান্ধব নীতির ফলেই চীন, জাপান, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়াসহ ৩৮টি দেশের বিনিয়োগকারীগণ ইপিজেডের কারখানায় বিশ্বখ্যাত ব্র্যান্ড পণ্য উৎপাদন করছে।’
বর্তমানে দেশের ৮৩ ভাগ মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের বিদ্যুত উৎপাদন সক্ষমতা ৩ হাজার ২০০ মেগাওয়াট থেকে বেড়ে ১৬ হাজার ৩৫০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। মাতারবাড়ি ও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজও সন্তোষজনক গতিতে এগিয়ে চলছে।’
প্রধানমন্ত্রী তাঁর সরকারকে ‘শ্রমিকবান্ধব’ উল্লেখ করে বলেন, ‘আমরা শ্রমিকদের স্বার্থরক্ষায় সর্বদা সচেষ্ট। ইপিজেডের বাইরের পোশাকখাতের শ্রমিক-কর্মচারিদের বেতনভাতা বৃদ্ধির জন্য আমরা নিম্নতম মজুরি কমিশন গঠন করেছি। এর আগে আমরা দু’দফা বেতনভাতা বৃদ্ধি করেছিলাম। শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ করে বলবো- আপনারা কোনও ধরনের উস্কানিতে বিভ্রান্ত হবে না।’
অনুষ্ঠান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের মিরসরাইয়ে এক হাজার ১৫০ একর জমির ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।ব্রেকিংনিউজ