আলমগীর,বিনোদন :
তিনি আরও বলেন, ‘আমি ভালো ছবিতে কাজ করতে চাই। এজন্য কাজের সংখ্যাও কম। তাছাড়া এখন আমি এমবিএ’র ক্লাস করছি। তাই ভালো গল্পের ছবি ছাড়া কাজ করতে চাই না। তবে একেবারে নতুন নয়। ইতিমধ্যে মুক্তি পেয়েছে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ও ‘শুট্যার’ছবি। যা দর্শক মহলে সাড়াও ফেলেছে। এবার আসছে তার নতুন ছবি ‘অহংকার’। এ ছবিতে তিনি অভিনয় করছেন শাকিব খানের বিপরীতে। ছবিটির পরিচালক শাহাদৎ হোসেন লিটন। এছাড়াও মাসখানেক আগে কালাম কায়সার পরিচালিত ‘মা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি।
এ ছবিতে অভিনয় নিয়ে বুবলি বলেন, ‘এ ছবির গল্পটা আমার সবচেয়ে ভালো লেগেছে। কাহিনীতে আছে অনেক ভিন্নতা। এ ছবির জন্যই এখন পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি’।
এ ছাড়াও মাসখানেক আগে কালাম কায়সার পরিচালিত ‘মা’ ছবিতে শাকিবের বিপরীতে চুক্তিবদ্ধ হন বুবলী। ছবিটির গল্প পাল্টে যাওয়াতে শুটিং শুরু হতে দেরি হচ্ছে বলেও জানান তিনি।
‘অহংকার’ এর কাহিনী লিখেছেন আব্দুল মাবুদ কাউসার। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাহাদাৎ হোসেন লিটন। আগামী ৮ জানুয়ারি এফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে।