আরব আমিরাতে মুক্তি পাচ্ছে শিল্পার নতুন সিনেমা

0 ২৩৭

পর্ন-কাণ্ডে স্বামী রাজ কুন্দ্রের গ্রেপ্তারের মধ্যেই নিজের নতুন সিনেমা ‘হাঙ্গামা টু’র প্রচারণা চালান বলিউড ডিভা শিল্পা শেঠি। এ সিনেমা তাঁর কাছে বিশেষ। কারণ, এ সিনেমার মাধ্যমে ১৪ বছর পর বড় পর্দায় ফেরেন চিত্রনায়িকা।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন, এ সংকটে বর্তমানে সব কাজে সাময়িক ইস্তফা দিলেও শিল্পা ও তাঁর অনুরাগীদের জন্য সুখবর হলো, তাঁর অভিনীত ‘হাঙ্গামা টু’ মুক্তি পেতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

গত ২৩ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় ‘হাঙ্গামা টু’। আগামী ৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ সিনেমা।

সিনেমাটিতে শিল্পা ছাড়াও অভিনয় করেছেন মিজান, রাজপাল যাদব, আশুতোষ রানা, টিকু তালসানিয়াসহ অনেকে।

Leave A Reply

Your email address will not be published.