আলমডাঙ্গাতে পৌরসভা কর্তৃক মশা নিধন কার্যক্রম উদ্বোধন

0 ১,৪০৪

আলমডাঙ্গা প্রতিনিধিঃ রাজধানীসহ সারা দেশেই ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী তিন মাস এই বৃদ্ধি অব্যাহত থাকবে।তাই মশার উপদ্রব  থেকে বাঁচতে আলমডাঙ্গা পৌর কর্তৃপক্ষ কর্তৃক মশা নিধন কাজের  উদ্বোধন করা হয়।

গতকাল সোমবার সকাল ১১:০০ টার সময় পৌর মেয়র হাসান কাদির গনু এ কাজের  উদ্বোধন করে।

সম্প্রতি আলমডাঙ্গাতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় এবং সারা বাংলাদেশে এডিস মশার কামড়ে  জ্বরের  রোগী বৃদ্ধি পাওয়াতে আলমডাঙ্গাতে এই উদ্যোগ নেওয়া হয় ।

এ সময় উপস্থিত ছিলেন,আলমডাঙ্গা পৌর মেয়র  হাসান কাদির গনু, পৌর কমিশনার আলাল উদ্দিন, স্বপন, মানবাধিকার ও সাংবাদিক কল্যান সংস্থার নির্বাহী সভাপতি কাজী রবিউল হকসহ পৌরসভার কর্মকর্তা ও  কর্মচারীবৃন্দ।

এ সময় মেয়র হাসান কাদির গনু বলেন, আলমডাঙ্গা পৌরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করার জন্য মশা নিধন  এক নম্বর ওয়ার্ড থেকে শুরু করা হয়। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে এ কার্যক্রম চলতে থাকবে।নগরবাসীকে  উন্নত সেবার দানের জন্য  এবং এডিস মাশার হাত থেকে রক্ষা করার জন্য ড্রেন, বড় বড় ডোবা, নালা ও বাসাবাড়ির আশপাশে মশা মারার ওষুধ প্রয়োগ ও  ফগার মেশিনের ধোঁয়া দ্বারা নিধন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.