আল আমিন হোসেন: আলমডাঙ্গা উপজেলার পৌর নাগরিকদের পানির সমস্যা দূর করতে নতুন পানি সাপ্লাই কাজের উদ্বোধন করা হয়েছে।গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ৮ নং ওয়ার্ডের গোবিন্দপুর বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মোড়ে আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে পানি সাপ্লাই কাজের শুভ উদ্বোধন করেন আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু। ১০ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে ৪১ হাজার ১৭৭ মিটার পাইপ লাইনের স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করার ব্যবস্থা করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে আলমডাঙ্গার পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু বলেন দীর্ঘদিন পৌর নাগরিকদের পানির সমস্যা দূর করতে পানি সাপ্লাইয়ের শুভ উদ্বোধন করা হলো। । স্বল্প খরচে বিশুদ্ধ পানি পৌর নাগরিকদের ঘরে ঘরে পৌছায়ে দেওয়াই আমাদের লক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী শেখ ফরিদ, প্যানেল মেয়র মজিবুল হক, আলমডাঙ্গা পৌর নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, আলমডাঙ্গা পৌরসভার উপ প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ, পৌর সেনেটারী ইন্সপেক্টর মাহফুজ রানা, বিশিষ্ট সমাজসেবক কাজী রবিউল হক, বিশিষ্ট ব্যবসায়ী ঠান্ডু রহমান, আলমডাঙ্গা পৌরসভার অফিস সহায়ক হাফিজুর রহমান, আবু সায়েম বাপ্পি, পৌরসভার কাউন্সিলর আশরাফুল হক বাবু, জহুরুল ইসলাম স্বপন, বাপ্পি হোসেন, আলালউদ্দিন, সাইফুল ইসলামসহ পৌরসভার কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।