আসছে ‘ভালো থেকো’!
আলমগীর,বিনোদন :
ঈদুল ফিতরের ছবির তালিকায় যুক্ত হতে যাচ্ছে ‘ভালো থেকো’। প্রযোজনা সংস্থা দি অভি কথাচিত্র সংশ্লিষ্ট একটি সূত্র খবরটি জানিয়েছে ।
‘ভালো থেকো’র সেন্সর প্রিন্ট প্রস্তুত হয়েছে। দু-একদিনের মধ্যে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে।
জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, তানহা তাসনিয়া ও আসিফ ইমরোজ। আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, তানিন, রেবেকা, এম এ শহীদ প্রমুখ।
‘ভালো থেকো’ মহরতে শুভ পরিবর্তন ডটকমকে বলেছিলেন, “জীবনের পথচলায় আমাদের অনেক মানুষের সাথে চলতে হয়। সবার সাথেই যে সম্পর্ক ভালো থাকে— তা না। এরপরও দিন শেষে আমরা খুব কমই বলতে পারি ‘ভালো থেকো’। এটা আসলে ছোট ছোট মানবিকতার গল্প।”
ঈদে মুক্তি পাবে এমন আলোচনায় রয়েছে আরো আটটি ছবি— নবাব, বস টু, রাজনীতি, রংবাজ, অহংকার, পাষাণ, মনে রেখো ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের নাম ঠিক না হওয়া ছবি।