ইউক্রেনে তুষারঝড়ে প্রাণ গেল ১০ জনের

0 ১৭৬
ইউক্রেনের তুষার ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওডেসা প্রদেশ। ছবি : এএফপি

ঝড়ে সৃষ্ট তীব্র বাতাস ও তুষারপাতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৩ জন। আর এতেই দেশটির জরুরি পরিষেবাগুলো বেশ চাপে রয়েছে। কারণ রাশিয়ার আগ্রাসনের জন্য ইতোমধ্যে চাপে রয়েছে দপ্তরগুলো। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের পাশাপাশি ক্রিমিয়া উপদ্বীপেও আঘাত হেনেছে ঝড়টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক পোস্টে লেখে, বৈরী আবহাওয়ার জন্য ইউক্রেনজুড়ে ১০ জন মারা গেছে, যার মধ্যে শিশুও রয়েছে।’

এএফপি বলছে, রাশিয়ার প্রায় দুই বছরের আগ্রাসনের কারণে ইউক্রেনের জ্বালানি গ্রিড ও উদ্ধার পরিষেবাগুলোকে বাড়ানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, তুষার ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওডেসা প্রদেশ। সেখানকার জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, তারা আড়াই হাজার মানুষকে নিরাপদে নিয়ে এসেছে।

Leave A Reply

Your email address will not be published.