ইউটিউব মাতাচ্ছে ‘প্রেমের সাগর’ (ভিডিও)
আলমগীর, বিনোদন : এবার সিডি ভিশন এর ব্যানারে এস আই টুটুল ও তিন্নির কন্ঠে রাশেদ প্রহর ও নাসা খান ‘প্রেমের সাগর’ গানের মিউজিক ভিডিও। গানটির কথা ও সুর করেছেন আনোয়ার শিকদার। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সেলিম রেজা।
মিউজিক ভিডিওটি সম্পর্কে পরিচালক জানান, ‘প্রেমের সাগর’ মিউজিক ভিডিওটি অসাধারন হয়েছে। আশাকরি দর্শকদের ভালো লাগবে। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং করা হয়। ডি ও পি ছিলেন লাল মুহাম্মদ।’
পরিচালক সেলিম রেজা আরো জানান, ‘এটি একটি বিগ বাজেট মিউজিক ভিডিও যা বর্তমান শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখেই ‘প্রেমের সাগর’ গানের মিউজিক ভিডিও করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এটি বিশেষ অবদান রাখবে। জানিনা কতটা সফল হতে পারবো, বাকিটা দর্শক বলতে পারবেন।’
এছাড়াও রাশেদ প্রহর ও নাসা খান কে দর্শক একটি ভিন্ন পাবে এই মিউজিক ভিডিওতে। তিনি আরো বলেন, রাশেদের কাজের অভিজ্ঞাতাটা বরাবরই ভালো এই মিউজিক ভিডিওতে ও ভিন্ন ভাবে পাবে সবাই। আশা করছি দর্শকদের ভালো লাগবে মিউজিক ভিডিওটি।
গানটির প্রসঙ্গে অভিনেতা রাশেদ প্রহর বলেন, ‘দারুণ একটি কাজ হয়েছে। আমার বিশ্বাস বাংলা গানের দর্শক-শ্রোতাদের হ্নদয় ছুয়ে যাবে।’
‘প্রেমের সাগর’ শিরোনামের গানটি মিউজিক ভিডিও সিডি ভিশনের ব্যানারে ইউটিউবে প্রকাশিত হয়েছে।