ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) সেমিনার অন কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এট ওয়ার্কপ্লেস ।

0 ২,২৪৪

001জাহাঙ্গীর আলম ঢাকা :
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এ স¤প্রতি ‘কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এট ওয়ার্কপ্লেস ‘শিরোনামে এমবিএ-৪১ হিউমেন রিসোর্স ম্যানেজমেন্ট মেজর শিক্ষার্থীদের এক ইনকোর্স সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউডা এমবিএ কো-অর্ডিনেটর জনাব মাহমুদুল কবির। সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউডা বিজনেস অনুষদের এমবিএ প্রোপ্রামের হিউমেন রিসোর্স ম্যানেজমেন্ট শিক্ষক জনাব আব্দুল্লাহ হিল মুনতাকিম। সেমিনারে আরো মতামত তুলে ধরেন এমবিএ শিক্ষার্থী হাসান আল মামুন, ফাহমিদা, রিফাত, নাজমুল, ফারজানা, আশরাফ, জেরিন, সুমাইয়া, নওরোজ, মাস্তরা, সালেহ ও আনিকা ।

Leave A Reply

Your email address will not be published.