ইতিহাস ববির
বিনোদন ডেস্ক : শুরু থেকেই একের পর এক চমক দিয়ে চলেছেন চিত্রনায়িকা ববি। দারুণ পারসোন্যালিটি সম্পন্ন এই নায়িকা ঢাকাই ছবিতে শক্ত অবস্থান করে নিয়েছেন। তার জায়গাটি এমন, ববি যেন ববি। তার আলাদা ভক্তই রয়েছেন যারা ববির ছবি দেখার জন্যই হলে যান। তবে এই নায়িকাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পরিচালক ইফতেখার চৌধুরীর ছাড়া অন্য কোন পরিচালকের ছবিতে অভিনয় করেন না। নিজের প্রথম প্রযোজিত ছবির পরিচালকও ওই ইফতেখার চৌধুরী। বিজলী ছবির একটি গানে ৫০ লাখ টাকা খরচ করা হয়েছে বলে খবর রটেছে। সম্প্রতি ববি আইসল্যান্ডে গিয়ে এ ছবির একটি গানের শুটিং করেছেন। ভারতের কণ্ঠশিল্পী সুনিধি চৌহানের গাওয়া এ গানটি শুটিং হয়েছে ইউরোপের আইসল্যান্ডে। পরিচালক ইফতেখার চৌধুরী বলেছেন, বিজলীর যে গানটি আইসল্যান্ডে করেছি এর আগে এমন লোকেশনে এবং এত ব্যয়বহুল কোন গান বাংলাদেশের চলচ্চিত্রে হয়নি। বিজলী সব দিক থেকেই ইতিহাস গড়বে। যেসব লোকেশনে শুটিং করেছি এসব লোকেশনে শুধু বাংলাদেশী ছবিই নয়, অন্যান্য দেশের ছবির শুটিংও খুব বেশি হয় না। এর একটা মাত্রই কারণ- এটা হল খরচ। এখন দেখার বিষয় ইতিহাস সৃষ্টি করা গানের বাজেট নিয়ে ববি কতোটা ইতিহাস সৃষ্টি করতে পারেন।