ইমনের সঙ্গে শিরিন শিলা
আলমগীর,বিনোদন :
দ্বিতীয়বার এর মতো আবারো জুটিবদ্ধ হলেন ইমন ও শিরিন শিলা। তাদের দেখা যাবে ‘সাহসী যোদ্ধা’ শিরোনামের সিনেমায়। কমল সরকারের গল্প ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী।
২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় এফডিসির ৮ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হয় এই ছবির মহরত। তখন জানা যায়, ইমনের বিপরীতে নায়িকা হচ্ছেন সানাই। কিন্তু তার পরিবর্তে এবার যুক্ত হলেন শিরিন শিলা।
এর আগে ‘আমার সিদ্ধান্ত’ নামের সিনেমায় জুটি হয়েছেন ইমন ও শিরিন শিলা।
পুরোপুরি বাণিজ্যিক ধারার গল্পের ছবি ‘সাহসী যোদ্ধা’। এখানে ইমনকে ইনকাম ট্যাক্স অফিসারের চরিত্রে দেখা যাবে।
‘সাহসী যোদ্ধা’য় প্রথমবারের মতো ভিলেন চরিত্রে হাজির হচ্ছেন আমিন খান। এছাড়া পপিকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে।
৮ মার্চ রাজধানীর উত্তরা এবং এরপর এপ্রিল মাস পর্যন্ত ছবিটির টানা শুটিং হবে দেশের বিভিন্ন স্থানে। ছবিটি প্রযোজনা করছে আনন্দবাজার মাল্টিমিডিয়া।