ইরাকে সেনা বহিষ্কার করলে পাল্টা হামলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক : ইরাক মার্কিন সেনাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিলে দেশটির ওপর ‘বড় ধরনের নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার ফ্লোরিডায় ছুটি কাটিয়ে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ান বিমানে বসে এ হুঁশিয়ারি দেন তিনি। এর আগে রবিবার ইরাক পার্লামেন্টে মার্কিনসহ সব বিদেশি সেনাদের ইরাক ছেড়ে যাওয়ার আহ্বান সম্বলিত একটি বিল পাস হওয়ার পর এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ট্রাম্প।
ইরাকে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ৫,০০০ সেনা রয়েছে। কাগজে-কলমে তারা মূলত উপদেষ্টা হিসেবে কাজ করছে।
গত শুক্রবার ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় কমান্ডার জেনারেল কাসেম সোলায়মানিসহ ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে আইআরজিসি’র কমান্ডার কাসেম সোলায়মানিসহ পাঁচ জন ইরানি এবং হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসহ পাঁচ জন ইরাকি রয়েছেন। এতে ইরাকের শিয়াদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছে।
ইরানি তলিকাভুক্ত ইরানি সাংস্কৃতিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ট্রাম্পের হুমকি ‘যুদ্ধপরাধ হিসেবে বিবেচিত হবে’ বলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এরপরও নিজের অবস্থানে অনড় ট্রাম্প।
তিনি বলেন, ‘যদি তারা কছিু করে, তাহলে বড় ধরনের পাল্টা হামলা চালানো হবে।’
ইরানকে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের জনগণকে হত্যা করতে পারবে। তাদের নির্যাতন, বিকলাঙ্গ করতে পারবে। তারা রাস্তায় পাশে বোমা পুঁতে রেখে আমাদের জনগণকে উড়িয়ে দিতে পারবে। আমরা তাদের সাংস্কৃতিক স্থাপনা স্পর্শ করতে পারব না? এটা হতে পারে না।