ইসরাইলি তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

0 ৮৭১

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। রাজধানী দামেস্কের উপকণ্ঠে সিরিয়ার একটি লক্ষ্যবস্তুতে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসরায়েল।
এক বিবৃতির মাধ্যমে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ কথা জানিয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ইরানভিত্তিক সংবাদমাধ্যমে পার্স টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর ধরে মাঝেমধ্যেই ইহুদিবাদী ইসরাইলি সেনারা সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। দামেস্ক সরকার বলছে, সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে সিরিয় সেনাদের ওপর এসব হামলা চালাচ্ছে ইসরাইল।
বিভিন্ন অভিযানে সিরিয়ার সেনারা সন্ত্রাসীদের কাছ থেকে ইসরাইলি অস্ত্র উদ্ধার করেছে। এছাড়া, সিরিয়া সেনাদের সঙ্গে লড়াইয়ে আহত সন্ত্রাসীদেরকে ইসরাইলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে যার সচিত্র প্রতিবেদন প্রকাশ

ছবি: ওয়েবসাইট

হয়েছে। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আহত সন্ত্রাসীদেরকে দেখতে হাসাপাতালেও গেছেন।

Leave A Reply

Your email address will not be published.