ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ২১ বেসামরিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে সৌদি জোটের পৃথক বিমান হামলার ঘটনায় কমপক্ষে ২১ বেসামরিক নিহত হয়েছে। শনিবার দেশটির উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়েছে। মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার আগেই ওই হামলার ঘটনা ঘটল। খবর রয়টার্সের।
সূত্র জানিয়েছে, সানার উত্তরাঞ্চলীয় আরহাব জেলার বেইত সাদান এলাকায় চালানো ওই হামলায় কমপক্ষে ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ওই হামলায় আরো ২০ জন আহত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
তবে সৌদি জোটের মুখপাত্র তাৎক্ষণিকভাবে ওই হামলা এবং হতাহতের খবর সম্পর্কে কোনো মন্তব্য করেননি।
শনিবার বেশ কয়েকটি স্কুল, হাসপাতাল, মার্কেট এবং বেসরকারি ভবনে সিরিজ হামলা চালানো হয়েছে।
শনিবারের দ্বিতীয়বারের হামলায় হাজ্জাজ প্রদেশের হায়রান জেলায় ছয় বেসামরিক নিহত হয়েছে।