ঈদের দিন রান্নায় ও ব্যস্ত ছিলেন সুজানা

0 ১,২৫৫

আলমগীর,বিনোদন :
অভিনেত্রী সুজানা জাফরের ঈদের আনন্দ এখন নিজের মধ্যেই সীমাবদ্ধ নয়। সেই আনন্দের ভাগাভাগি হয় প্রিয়মানুষেরা। তার ঈদ শপিং, ছোটবেলার ঈদ, এখনকার ঈদ নিয়ে আলাপ হয়।

ছোটবেলার ঈদের কথা জানতে চাইলে বলেন, তখন ঈদ নিয়ে রোজার শুরু থেকেই নানা পরিকল্পনা থাকতো। ঈদের দিন এর পরের চারদিন পর্যন্ত কী করবো,কোন জামা পড়বো আরোও কত কী! তবে নতুন কাপড় ও জুতা কাউকে দেখাতাম না। মনে হতো দেখালেই হয়তো পুরোনো হয়ে যাবে। সারাদিন অপেক্ষা থাকতো কে কত সালামি দিবে। কারণ সারাবছর তো আর সালামি দিবে না।

এখনকার ঈদে নিজের জন্য কেনাকাটা করা হয় না। কারণ বুটিক শপে নিজের সংগ্রহে থাকা পোশাক দিয়েই চলে। আবার সারা বছরের পোশাক কেনাকাটায় উপলক্ষ্যভেদে কেনা হয় না। তবে ভালো লাগে সবার জন্য কেনাকাটায়।

ঈদ আগে থেকেই টাকার নোট ভাঁজ করে রাখা হয়েছিল। আর এই নোটগুলো অবশ্যই সালামি দিয়েছেন গতকাল ঈদের দিন। বছরজুড়ে রান্না করলেও ঈদের রাতে রান্না করতে ভাল লাগে সুজানার। এবারও ছিল বিশেষ রান্না। আর ‘চেশায়ার হোম’র প্রতিবন্ধীদের নিয়ে অনেক পরিকল্পনা আছে।

Leave A Reply

Your email address will not be published.