ঈদে ‘বস্তির সম্রাট’
আলমগীর,বিনোদন :
মাসুদ আজাদ এর পরিচালনায় নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বস্তির সম্রাট’ মেধা ফিল্মস প্রযোজিত ‘বস্তির সম্রাট’ চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়েছে চিত্রনায়ক মাহারুক খান ও চিত্রনায়িকা পিউ, চিত্রনায়ক আদিত্য ও চমক। চলচ্চিত্রের অন্যান্য চরিত্রে অভিনয়ন করছেন সুব্রত, আহমেদ শরীফ, মেহেদী, গুলশান আরা পপি, সাকা ও ববি।
ইতিমধ্যে ‘বস্তির সম্রাট’ চলচ্চিত্রের অধিকাংশ চিত্রগ্রহণ শেষ হয়েছে। সম্পাদনা শেষে সেন্সর বোর্ডে জমা দেয়া হবে। পবিত্র ঈদ-উল-আযহায় চলচ্চিত্রটি সারাদেশে একযোগে মুক্তি দেয়া হবে।
‘বস্তির সম্রাট’ চলচ্চিত্রের নায়ক মাহারুক খান বলেন, ‘চলচ্চিত্রটির গল্প অসাধারণ পাশাপাশি মাসুদ আজদ একজন গুণী পরিচালক। তার পরিচালনায় অভিনয় করে খুব ভাল লেগেছে। আশা করি সারাদেশের সিনেমা দর্শকেরা চলচ্চিত্রটি দেখে মুগ্ধ হবেন।’
সাদেক বাচ্চু বলেন, ‘অনেকদিন পর ব্যতিক্রমধর্মী গল্পের একটি চলচ্চিত্রে অভিনয় করলাম, নায়ক মাহারুক খানকে এ ছবিতে প্রথম পেলাম। তার অভিনয় দর্শক খুব উপভোগ করবে।’