ঈশানা কলকাতায় রিয়েলিটি শোতে

0 ১,২৬১

isanaআলমগীর,বিনোদন :
মডেলিং, নাটক ও ধারাবাহিক নিয়েই ব্যস্ত সময় পার করছেন। এই প্রথমবারের মতো কোন রিয়েলিটি শোতে অংশ নিতে কলকাতায় গিয়েছেন। ২৫ দিন সেখানে কাটাবেন। ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মৌনিতা খান ঈশানা।

একটি রিয়েলিটি শোর শুটিং করছে এখানে ।তার সঙ্গে আছেন ভাবনা, অমৃতা, জান্নাতুল ফেরদৌস পিয়া, স্পর্শীয়া, সাফা কবিরসহ আরও অনেকে। এরা সবাই এই রিয়েলিটি শোতে অংশ নিচ্ছেন।’

‘এ শোতে ভারতের অনেক শিল্পী আছেন।এটা ভারতের কোনো রিয়েলিটি শো নয়। বাংলাদেশের একটি বেসরকারি চ্যানেল নাগরিক টিভির জন্য এটি নির্মিত হচ্ছে।’ বলেন ঈশানা।

বর্তমানে ঈশানা বেশ কয়েটি সিরিয়ালে অভিনয় করছেন। খণ্ড নাটকেও তাকে নিয়মিত দেখা যায়। সব মিলিয়ে অভিনয়ের ভেতরই ডুবে আছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.