পাবনা প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. শুক্রবার নিজ উদ্যোগে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ও শাহাপুর ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে আট হাজার কম্বল বিতরণ করেন।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ কুয়াশাঘন তীব্র শীতের ভোরে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নে ছুটে যান। সেখানে পাঁচশত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। পরে সাহাপুর বঙ্গবন্ধু স্মৃতি বহুমুখী সমবায় সমিতি লি. এর উদ্যোগে দুই শতাধিক দরিদ্র পরিবারের প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবণ, চিরা, মুড়ি, দেশলাই, মোমবাতি বিতরণ করেন। এসময় মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের প্রতিটি মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এদেশের সকল গৃহহীনের জন্য মাথা গোঁজার ঠাই নিশ্চিত করবেন। পরে মন্ত্রী চরকুড়লিয়া হাটের দিকে ছুটে যান। সেখানে চরকুড়–লিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত তিন হাজার শীতার্ত মানুষের মাঝে তিনি কম্বল বিতরণ করেন। এরই মাঝে পথচারি শীতার্ত দুঃস্থ, প্রতিবন্ধী, বৃদ্ধ, এলাকার দরিদ্র এতিম, মাদ্রাসা ছাত্র, দরিদ্র মুক্তিযোদ্ধা ও দরিদ্র মানুষের মাঝে এক হাজার কম্বল বিতরণ করেন। পরে তিনি কামালপুর উচ্চ বিদ্যালয় ও কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও দুই হাজার কম্বল বিতরণ করেন। শেষে বিকালে লক্ষ্মীকুন্ডা নিজ বাসভবনে দুই হাজার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। মন্ত্রী নিজে শারিরীকভাবেব প্রতিবন্ধী, বৃদ্ধ, দুঃস্থ মহিলাদের মাঝে কম্বল বিতরণ করেন।