উইজডেনের বিচারে বিশ্বসেরা বিরাট-মিতালি
খেলাধুলা অনলাইন ডেস্ক : বিশ্বসেরা ক্রিকেটারের তকমা ভারতের দখলে৷ উইজডেনের বিচারে বর্ষসেরা পুরুষ ও মহিলাদের ক্রিকেটারের নাম হলেন ‘মেন ইন ব্লু’ ক্যাপ্টেন বিরাট কোহলি এবং ‘উইমেন ইন ব্লু’ ক্যাপ্টেন মিতালি রাজ৷
এ নিয়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ক্রিকেটার হলে বিরাট৷ সম্প্রতি বিশ্বের সফলতম ক্রিকেটারের হলেন ‘ক্যাপ্টেন হট’৷ গত ক্যালেন্ডার ইয়ারে তিন ফর্ম্যাট মিলিয়ে ২৮১৮ রান করেছেন বিরাট৷ আর গত বছর বিশ্বকাপে ‘উইমেন ইন ব্লু’-র নেতা ছিলেন মিতালি৷ তিন ফর্ম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে মিতালিকেই বর্ষসেরা মহিলা ক্রিকেটার হিসেবে বেছে নেয় উইজডেন৷ ঐহিত্যের এই পুরস্কারে এবার মোট পাঁচজন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে৷ বিরাট ও মিতালি ছাড়া বাকি তিন জনই আবার মহিলা৷ এরা তিন জনই ইংল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটার৷
উইজডেন সম্পাদক লরেন্স বুথের বিরাটের প্রশংসা করে বলেন, ‘গত বছরে বিরাটের পাঁচটি সেঞ্চুরির মধ্যে তিনটি ডাবলস৷ অন্য দু’টি ইনিংসে অপরাজিত ছিল৷ এছাড়াও ওয়ান ডে ক্রিকেটে ১,৪৬০ রান করেছে ভারত অধিনায়ক৷’
বিরাটের পাশাপাশি মিতালির প্রশংসা করেন বুথ জানান, ‘মিতালি ভারতের ঝুলিতে ডাবল সাফল্য এনেছে৷ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিকও মিতালি৷ এছাড়াও টানা সাত ম্যাচে হাফ-সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে৷’