উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নদীকে কাজে লাগাতে হবে- প্রধানমন্ত্রী
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নদীকে কাজে লাগাতে হবে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ে যমুনা-পদ্মা নদীর তীর স্থিরকরণ, ভূমি পুনরুদ্ধার ও সংরক্ষণ উন্নয়নে প্রস্তাবিত পাইলট প্রকল্পের রূপরেখা উপস্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, নদীভিত্তিক পরিবহনব্যবস্থা আরও উন্নত করতে হবে। এ সময় নদী সংরক্ষণ ও নাব্যতা রক্ষায় প্রতি বছর যথাসময়ে ড্রেজিং করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
দেশের জনসংখ্যা দিন দিন বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নদীতীরবর্তী ভূমি পুনরুদ্ধার করে শিল্পকারখানা স্থাপন করতে পারলে দেশে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি দারিদ্র্যও দূর হবে। ব্রেকিংনিউজ