নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যানের সাথে সাংবাদিকের মতবিনিময়

0 ৫১২

আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় সাংবাদিকদের সাথে নলডাঙ্গার উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে উপজলা পরিষদে চেয়ারম্যানের কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের চেম্বারে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় নলডাঙ্গা উপজেলার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান বিভিন্ন প্রকল্প বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান। আসাদ বলেন, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে অদ্যাবধি বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছি। এছাড়া কিছু প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। উপজেলার প্রধান সড়ক সংস্কারসহ প্রশস্তকরণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেয়া হচ্ছে। ইতোপূর্বে জনগনের দুর্ভোগের কথা বিবেচনাকরে বেশকিছু প্রকল্প নিয়েও কাজ করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নলডাঙ্গা উপজেলা কর্তৃপক্ষ সব সময় আন্তরিকতার সাথে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান চেয়ারম্যান আসাদুজ্জামান। চেয়ারম্যান আসাদ এ ব্যাপারে সাংবাদিকদের মাধ্যমে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সাংবাকিদবৃন্দ নলডাঙ্গা উপজেলার বিভিন্ন বিষয় তুলে ধরলে চেয়ারম্যান সেগুলো সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভায় নলডাঙ্গা উপজেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.