উপসাগরীয় সংকট নিরসনে সৌদি বাদশাকে ট্রাম্পের ফোন

0 ৬৭৪

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক : সৌদি আরবের বাদশা সালমানের সঙ্গে এক ফোনকলে উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক সংকটের দ্রুত সমাধান চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসেই তিনি সৌদি বাদশার সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
গত বছরের জুনে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ তুলে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অন্য উপসাগরীয় দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। কাতার অবশ্য এই অভিযযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
নাম না প্রকাশের শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আরব উপসাগরীয় দেশগুলোর মধ্যে ঐক্য চান ট্রাম্প, যাতে তারা ইরানের বিরুদ্ধে একটি অবস্থান ধরে রাখতে পারে।
তবে এ ব্যাপারে সৌদি বাদশার প্রতিক্রিয়া কী ছিল- তা স্পষ্ট নয়। ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্টের গুরুত্ব ছিল ইরান ও তাদের পরমাণু কার্যক্রম, যা ইসরায়েলসহ উপসাগরীয় দেশগুলোর জন্য হুমকি। তিনি জোর দিয়ে বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কাতারের দ্বন্দ্ব তার বোধগম্য নয়। ব্রেকিংনিউজ/

Leave A Reply

Your email address will not be published.