এই পথ যদি না শেষ হয়’

0 ১,১৫২

natok-homeআলমগীর, বিনোদন: দুরন্ত গতিতে ছুটে চলেছে মোটরসাইকেল। চালক উত্তম কুমার, আর পেছনে বসে সুচিত্রা সেন। আঁকাবাঁকা পথে কখনো কখনো ক্লোজ শটে উত্তম, কখনো কখনো সুচিত্রার মুখ ভেসে উঠছে। এরপর লা-লা-লা…। তারপর কি সেটা তো বলে দেওয়ার প্রয়োজন পড়বে না, পুরনো দিনের বাংলা চলচ্চিত্রপ্রেমীদের! অন্তত যারা সপ্তপদী সিনেমাটা দেখেছেন। হ্যাঁ এরপর সেই তুমুল জনপ্রিয় গানের কথা- ‘এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হত’…। এ যুগে এসে পথের এই গল্পটা একটু অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে!

সবাই অপেক্ষা করছেন একজন যাত্রীর জন্য। কিন্তু একি সবাই অবাক! কারণ সবাই যার জন্য অপেক্ষা করছেন সেই তিনিই কানে হেডফোন দিয়ে গান শুনছেন গাড়িতে বসে। তার জন্যই যে এতো অপেক্ষা, সবাই উৎকণ্ঠা নিয়ে বসে আছেন। এ বিষয়ে সেই যাত্রীর কোনো ভ্রূক্ষেপই নেই। চট্টগ্রামে যাবার জন্যই সবাই গাড়িতে অপেক্ষা করছে। এ নিয়ে পুরো গাড়িজুড়ে হৈচৈ চলছে। অথচ যাকে নিয়ে এতো কিছু তিনি নির্বিকার। কিন্তু কেন? এমন বিষয়কে উপজীব্য করে ঘটতে থাকে আরো মজার মজার ঘটনা!

এমনই এক যাত্রা পথের কিছু মানুষের কয়েক ঘণ্টার ঘটনা-দুর্ঘটনার সমাবেশ ‘এই পথ যদি না শেষ হয়’।

মাহমুদুর রহমান হিমির রচনা ও পরিচালনায় রনাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন – তাহসান, সাফা কবির প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.