‘একদলীয় শাসনকে চিরস্থায়ী করতেই সরকার জুলুম-নির্যাতন করছে’
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : জনবিছিন্ন সরকার তাদের একদলীয় শাসনকে চিরস্থায়ী রুপ দিতে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদেরকে মিথ্যা এবং বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতার ও জুলুম নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “তারা (আওয়ামী লীগ) আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার করে দেশকে এক ভীতিকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে।”
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে বুধবার রাতে বাংলা কলেজের সাবেক ভিপি, ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক সিটি কমিশনার শামীম পারভেজকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, “হত্যা, গুম, অপহরণ, মিথ্যা মামলায় গ্রেফতার এবং দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এদেশের স্বাধীনতাকামী জনগণ কখনোই সফল হতে দেবে না। অতীতেও দেশ-বিদেশের কোন স্বেচ্ছাচারী শাসক তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারবে না।”
বিবৃতিতে তিনি বলেন, “বাংলা কলেজের সাবেক ভিপি, ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক সিটি কমিশনার শামীম পারভেজকে গ্রেফতার বর্তমান শাসকগোষ্ঠীর দমননীতিরই বহি:প্রকাশ।”
বিবৃতিতে মির্জা ফখরুল অবিলম্বে শামীম পারভেজ এর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।