একসঙ্গে দুই নায়ককে সামলাবেন বুবলী
লম্বা বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরছেন ঢাকাই নায়িকা শবনম বুবলী। নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েলের পরিচানায় ‘নীল চোখ’ নামের নতুন ছবিতে বুবলী পাচ্ছেন দুই নায়ককে। তার বিপরীতে থাকছেন চিত্রনায়ক নিরব হোসেন ও জিয়াউল রোশান।
এরইমধ্যে নতুন ছবিতে চুক্তি চূড়ান্ত করেছেন বছরের শুরুতে ‘উধাও’ হয়ে যাওয়া বুবলী।
গতকাল সোমবার নির্মাতা আসিফ ইকবাল গণমাধ্যমকে বলেছেন, ‘চলতি মাসেই ছবিটির শ্যুটিং শুরু হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।’
ছবিটি প্রসঙ্গে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘বুবলী নিশ্চিত। তিনি চুক্তি চূড়ান্ত করেছেন।’
সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ছবিতে নিরবের সঙ্গে বুবলীকে দেখা গেলেও রোশানের সঙ্গে এবারই প্রথম বড় পর্দায় দেখা যেতে পারে এই নায়িকাকে। শাকিব খানকে ছাড়া প্রথমবার অন্য কোনও নায়ক হিসেবে নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ ছবিতে কাজ করেন বুবলী। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।
তবে নতুন ছবি ‘নীল চোখ’ প্রসঙ্গে এখনও বুবলীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।