একুশের চেতনা প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দিতে হবে : তারানা হালিম

0 ১,৪২৩

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে একুশের চেতনা প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে পাকিস্তানি স্বৈরশাসকদের বর্বরতার বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক অবস্থায় কয়েদিদের নিয়ে অনশন করেছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা নিরপেক্ষ নই, আমরা জঙ্গিবাদের বিপক্ষে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং স্বাধীনতার স্বপক্ষে। তিনি আরো বলেন, দেশাত্মবোধ থাকলে সকল বাধাকেই অতিক্রম করা যায়। এ জন্যে দেশাত্মবোধকে সর্বাগ্রে স্থান দিতে হবে, তারপর অন্যদেশের ভালো কিছু থাকলে সেটা গ্রহণ করতে হবে।ভিনিউজ।

Leave A Reply

Your email address will not be published.