‘এক্সট্রাকশন’ দেখেছেন ৯৯ মিলিয়ন, নেটফ্লিক্সের সেরা ১০ সিনেমা

0 ৩৪২
নেটফ্লিক্সে সবচেয়ে বেশি ভিউ হওয়া ১০ সিনেমা। ছবি : কোলাজ

বিশ্ব বিনোদনের সিংহভাগ দখল করে আছে মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্স। বিশ্বজুড়ে প্রায় ২০৭.৬৪ মিলিয়ন গ্রাহক নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিয়মিত এই অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট থেকে সিনেমা বা ওয়েব সিরিজ দেখেন।

 

হলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ডেডলাইনের খবর, এ পর্যন্ত নেটফ্লিক্স প্রযোজিত তাদের সবচেয়ে বেশি ভিউ হওয়া ১০ সিনেমার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার শীর্ষে আছে বাংলাদেশের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘এক্সট্রাকশন’। সিনেমাটি নেটফ্লিক্সে দেখেছেন ৯৯ মিলিয়ন বা নয় কোটি ৯০ লাখ দর্শক।

 

‘এক্সট্রাকশন’ পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ। এতে অভিনয় করেছেন টেইলর রাকের ভূমিকায় ক্রিস হেমসওর্থ, রুদ্রাক্ষ জয়সালের ভূমিকায় অভি, ডেভিড হার্বার, পঙ্কজ ত্রিপাঠি, রণদীপ হুদা, মার্ক ডোনাটো, ফে মাস্টারসন, ডেরেক লুক প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ ও ‘এন্ডগেম’ সিনেমার পরিচালক জো ও অ্যান্থনি রুশো।

নেটফ্লিক্সে সবচেয়ে বেশি ভিউ হওয়া ১০ সিনেমা

 

১. এক্সট্রাকশন : ৯৯ মিলিয়ন
২. বার্ড বক্স : ৮৯ মিলিয়ন
৩. স্পেন্সার কনফিডেন্সিয়াল : ৮৫ মিলিয়ন
৪. সিক্স আন্ডারগ্রাউন্ড : ৮৩ মিলিয়ন
৫. মার্ডার মিস্ট্রি : ৮৩ মিলিয়ন
৬. দ্য ওল্ড গার্ড : ৭৮ মিলিয়ন
৭. এনোলা হোমস : ৭৬ মিলিয়ন
৮. প্রজেক্ট পাওয়ার :৭৫ মিলিয়ন
৯. দ্য মিডনাইট স্কাই : ৭২ মিলিয়ন
১০. আর্মি অব দ্য ডেড : ৭২ মিলিয়ন 

 

Leave A Reply

Your email address will not be published.