এতদিন পরে কেন?: মেননকে কাদের
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত বক্তব্য করায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের প্রতি ‘প্রশ্ন’ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কাদের বলেন, ‘ক্যাসিনো-কাণ্ডের সময় কেন তিনি এমন কথা বললেন? ইলেকশনের পরপর তো বলতে পারতেন। আমার প্রশ্ন উনি মন্ত্রী হলে কি এমন কথা বলতেন? তিনি যদি বলেই থাকেন তাহলে এতদিন পরে কেন? এই সময় কেন? সেটাও জানার বিষয় রয়েছে তার কাছে।’
রবিবার (২০ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ‘মেননের বক্তব্যের বিষয়টি ১৪ দলের সমন্বয়ক নাসিম সাহেবের কাছ থেকেও জানতে চাইবে দল।’
আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি ভাড়াটে লোক দিয়ে বিএ পরীক্ষা দেয়ার বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘বিষয়টি পত্রপত্রিকা- টেলিভিশনে দেখেছি। নেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে আলাপ করে তার বিষয়ে সরকার বা দলের সিদ্ধান্ত পরে জানানো হবে।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপিকে বলুন, আন্দোলন করতে। তারা তো পরিষ্কার বলে দিয়েছে, আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি নেই। তারা আইনের প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল নয়। তাদেরকে আন্দোলনের ঝড় তুলতে বলেন। আন্দোলনে তো বাধা নেই।’