এবার কাজলের ”ফিজআপ” চমক

0 ১,২৭৪

বিনোদন ডেস্ক : কাজল সুবর্ণ-এ সময়ের বেশ আলোচিত মডেল এবং অভিনেত্রী। এরইমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করে বেশ ভালোই দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। এই মুহূর্তে প্রচার হচ্ছে কাজলের করা এমন বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে গ্লোব চকো বিয়ার বিস্কুট, ইউরো জল জিরা পানি ইত্যাদি। এছাড়া গেলো পহেলা বৈশাখে প্রাণ মিস্টার ম্যাংগো নিবেদিত জনসচেতনামূলক বিজ্ঞাপন ”বাঙালির উৎসব যেন না হয় কলঙ্কের উৎসব” এ কাজলের কাজ প্রশংসিত হয়েছে বেশ। এতো আলোচনার মাঝেই কাজল সুবর্ণ এবার কাজ করলেন দেশের অন্যতম জনপ্রিয় পানীয় ফিজআপ এর নতুন টিভি বিজ্ঞাপনে। সিদ্ধার্থ ব্যানার্জীর পরিচালনায় সম্প্রতি নেপালে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটিতে কাজলের সহ-মডেল হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। বিজ্ঞাপনটি সম্পর্কে বলতে যেয়ে কাজল বললেন,”অসাধারণ একটি কাজ হয়েছে এটি। বেশ চমক রয়েছে বিজ্ঞাপনটিতে। জিঙ্গেল নির্ভর এই বিজ্ঞাপনটির চিত্রনাট্য,লোকেশন সবকিছুই দর্শকদের ভালো লাগবে আশা করছি। আমি নিজেও একটু এক্সসাইটেড গ্ল্যামারাস এই বিজ্ঞাপনটি নিয়ে। সিদ্ধার্থ’দা কে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে মাহফুজ ভাইয়ের মতো একজন গুণী শিল্পীর সাথে কাজ করার অভিজ্ঞতাটাই আলাদা। আমি আশা করছি এই বিজ্ঞাপনটির মধ্য দিয়ে দর্শকদের আরো ভালোবাসা পাবো আমি।” কথা প্রসঙ্গে কাজল আরো জানালেন সামনেই আরো কিছু বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে কথা চলছে তার। জানা গেছে,ফিজআপ এর এই নতুন বিজ্ঞাপনটির প্রচার আসছে রোজার শুরুর দিকেই শুরু হবে।

Leave A Reply

Your email address will not be published.