এবার শাকিবের নায়িকা কোয়েল!

0 ১,৬০৯

shakib-khanবিনোদন ডেস্ক : ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার ‘শিকারী’ ছবিটি দারুণ ব্যবসা করেছে বাংলাদেশে। ছবিটিতে প্রথমবারের মতো শাকিবের সাথে জুটি বেঁধেছেন ওপার বাংলার শ্রাবন্তী। ঢাকায় সাফল্য নিয়ে এবার ছবিটি মুক্তি পাচ্ছে কলকাতায়।

জানা গেছে, ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে আগামী ১২ আগস্ট পশ্চিম বঙ্গের বিভিন্ন অঞ্চলে ছবিটি মুক্তি পাবে। এই উপলক্ষে কিছুদিন আগে ‘শিকারী’র প্রচারণায় কলকাতা ঘুরে এসেছেন ঢাকাই ছবির কিং খান শাকিব।

শ্রাবন্তীর সঙ্গে শাকিবের সাফল্যে অনুপ্রাণিত ‘শিকারী’ ছবির যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। তারা এবার দুই বাংলার দর্শকদের নতুন চমক দিতে যাচ্ছেন। জাজের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শিগগিরই শাকিব খানের বিপরীতে দেখা যাবে কলকতার সুপার হিরোইন কোয়েল মল্লিককে।

ছবির নাম এখনো ঠিক হয়নি। চলছে চিত্রনাট্যের কাজ। সবকিছু গুছিয়ে ঈদের আগেই এই ছবিটির ব্যাপারে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে জাজ।

জানা গেছে, কোয়েলকে শাকিবের বিপরীতে কাজ করার প্রস্তাব দেয়া হয় এবং কোয়েলও রাজি হয়েছেন। তিনি গল্প এবং নিজের চরিত্র কেমন তা বিস্তারিত জানতে চেয়েছেন। পাশাপাশি শিডিউল নিয়েও কিছুটা জটিলতা রয়েছে। ডিসেম্বরের আগে কোয়েলের সময় ফাঁকা নেই। তাই ছবির শুটিং শুরু করতে হবে চলতি বছরের শেষদিকে। তবে জাজ ও এসকে মুভিজ চাইছে সবকিছু ঠিক হলে আগামী বছরের শুরুতেই ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব-কোয়েল।

সূত্রটি আরো বলছে, জাজ-এসকে’র সঙ্গে শাকিব যৌথ প্রযোজনার আরো পাঁচটি ছবিতে কাজের জন্য সম্মতি জানিয়েছেন। ধারাবাহিকভাবে সেসব ছবির নায়িকার তালিকায় আছেন কোয়েল ছাড়াও কলকাতার সুপারহিট সব নায়িকারা। সেই তালিকায় এগিয়ে আছেন শুভশ্রী, নুসরাত, মিমি চক্রবর্তী, পায়েল।

এখন দেখার পালা শ্রাবন্তীকে নিয়ে বাজিমাত করা শাকিব কলকাতার অন্য নায়িকাদের নিয়ে কতোটা সফল হতে পারেন।

এদিকে আসন্ন কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে শাকিব অভিনীত ‘শুটার’ চলচ্চিত্রটি। এই ছবি দিয়ে তার বিপরীতে অভিনয় করে ঢাকাই ছবিতে অভিষেক ঘটছে নতুন মুখ শবনম বুবলীর।

Leave A Reply

Your email address will not be published.