এমপিওভুক্তিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : শিক্ষামন্ত্রী
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: এমপিওভুক্তিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বিদ্যমান নীতিমালায় যোগ্য বিবেচিত সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। রোববার (২১ অক্টোবর) ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। দৈনিক শিক্ষাডটকম
শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির সাথে আলোচনায় স্বীকৃতির মানদণ্ডে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি পূরণের কোনও আশ্বাস পাননি ননএমপিও শিক্ষক নেতারা। তাই সোমবার থেকে অনশন শুরুর ঘোষণা দিয়েছেন ননএমপিও শিক্ষক-কর্মচারী নেতারা। সব প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তি চান শিক্ষক-কর্মচারীদের একাংশ। এ দাবিতে সোমবার (২১ অক্টোবর) থেকে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে আমরণ অনশন শুরু করবেন শিক্ষকরা। শিক্ষামন্ত্রী সাথে ননএমপিও শিক্ষক নেতাদের আড়াইঘন্টার বৈঠকে দাবি মানার আশ্বাস না পাওয়ায় ফের অনশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে শিক্ষক নেতারা আবেগতাড়িত ছিলেন। তারা মন্ত্রীর কোনও যুক্তিই খণ্ডন করতে পারেননি।