এম এর মিউজিক এর প্রতিষ্ঠাবার্ষিকীর ও লাভহলিক অ্যালবামের মোড়ক উম্নোচন অনুষ্ঠান ।

0 ১,২৪৭

14193790_500705910123501_2146230304_nআলমগীর বিনোদন :
গত ০১ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যায় ধানমন্ডির একটি রেস্টেুরেন্টে আর আম মিউজিক এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর ও সলো মিক্সড অ্যালবাম লাভহলিক এর মোরক উম্নোচন অনুষ্টান অনুষ্টিত হলো । উক্ত প্রতিষ্টাবার্ষিকী ও মোড়ক উম্নোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে কিংবদন্তী কন্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ কেক কেটে উদ্বোধন করেন । এছারাও অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সঙ্গীতাঙ্গনের গুনি ব্যক্তিবর্গ ও গনমাধ্যমের সাংবাদিকরা ।
অনুষ্ঠানের দ্বিতীয পর্বে অ্যালবামের শিল্পীরা নিজ নিজ কন্ঠে সঙ্গীত পরিবেশন করে শ্রোতা -দর্শকদের মাতিয়ে রাখেন ।
উল্লেখ্য ,রোমান্টিক লাভ ধাচের ৬টি গান রয়েছে এই অ্যালবামটিতে ।

Leave A Reply

Your email address will not be published.