এশিয়ান চ্যাম্পিয়নশিপে পঞ্চম সোনা জয় মেরি কমের
খেলাধুলা ডেস্ক : এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পঞ্চম সোনা জিতলেন ভারতীয় বক্সার মেরি কম৷ কোরিয়ার প্রতিদ্বন্ধী কিম মি’কে ৫-০ হারিয়ে সোনা জয় মণিপুরী বক্সারের৷
‘আনস্টপেবেল’৷ এই শব্দেই ব্যাখা করা যেতে পারে মেরি কমকে৷ প্রায় তিন বছর প্রচারের অন্তরালে ছিলেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার৷ প্রত্যাবর্তন করেই একেবারে সোনা জয়৷ ওজন কমিয়ে এবার ৪৮ কেজি বিভাগে নেমেছিলেন মেরি৷ এর আগে এই টুর্নামেন্টে ৫১ কেজি বিভাগে চারটি সোনা ও একটি রুপো জিতেছেন মেরি৷ ২০১৭এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবার লাইটওয়েট ৪৮ কেজি বিভাগে এটাই মেরির প্রথম সোনা জয়৷
শেষবার ২০১৪ সালে এশিয়ান গেমসে পদক জিতেছিলেন মেরি কম৷ সেবার ৫১ কেজি বিভাগে সোনার মেডেল জেতেন তিনি৷
প্রথম বাউটে দুই প্রতিযোগীই লিড পেতে আক্রমণাত্মক মনোভাব নিয়েই লড়াই শুরু করে৷ দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে অবশ্য কিছুটা ডিফেন্সিভ খেলেন মেরি৷ রক্ষণে জোর দিলেও সুযোগ কাজিয়ে লাগিয়ে কয়েকটি দুর্দান্ত পাঞ্চে পয়ন্ট তুলে নেন অভিজ্ঞ বক্সার৷ শেষ পর্যন্ত বিচারকদের সর্বসম্মতিতে চ্যাম্পিয়ন হন ভারতের মেরি কম৷