ঐশিকার মেগাসিরিয়াল সিআইডি’নতুন রূপে
আলমগীর, বিনোদন রির্পোট : ঐশিকার নতুন এক সপ্ন পুরন হতে চলেছে।ঐশিকা বলেন অনেক পরিশ্রম করে মেগা সিরিয়াল সি আইডি নাটক টি দাড় করতে পেরে অনেক ভাল লাগছে। ঐশিকা আর বলেন এই নাটকটা বর্তমান কাহিনি নিয়ে নাটকটা তৈরি করা হয়েছে দর্শকদের ভাল লাগবে।এবং আর ও নতুন কিছু নিয়ে আসবে ঐশিকা ।বাংলার চির সবুজ কিংবদন্তী নায়ক সোহেল রানা কে মেগা সিরিয়াল সি আইডি’তে দেখা যাবে নতুন রূপে।এটিএন বাংলার জন্য নির্মিত মেগাধারাবাহিক নাটক ‘সিআইডি’তে অভিনয় করেছেন সোহেল রানা। শফিকুল ইসলাম পরিচালিত এই ধারাবাহিকে সোহেল রানাকে ডিআইজি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সোহেল রানা বলেন, ‘আমিতো সাধারণত নাটকে অভিনয় করিই না। যদি গল্প ভালো হয় তাহলে অভিনয় করি। এখন প্রায়ই শুনি যে বাজেটেরও নাকি সমস্যা চলছে। যদি তাই হয় তাহলে নাটকের মান খারাপ হওয়াটাও স্বাভাবিক।
নাটকের মান বৃদ্ধি করতে হলে বাজেটও বাড়াতে হবে। যাই হোক যারা আমাকে নিয়ে আগ্রহী হয়েছেন তাদের কারণেই এই নাটকটিতে অভিনয় করেছি। আমি ডিআইজি চরিত্রে অভিনয় করেছি। বেশ ভালোলেগেছে। আশাকরি ভালোলাগবে কাজটি।’