ঐশিকার সপ্নের নায়ক সোহেল রানার সাথে মিউজিক ভিডিওতে

0 ২,৫৬৯

আলমগীর,বিনোদন :
ঈদকে সামনে রেখে নির্মান করা হয়েছে “এমন যদি হতো” শিরোনামের মিউজিক্যাল ফিল্ম। এতে মডেল হয়েছে এই প্রথম জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানার সাথে অভিনয় করেন ঐশিকা আহমেদ ঐশি। এই প্রথম কোন মিউজিক ভিডিওতে চিত্রনায়ক সোহেল রানাকে দেখা যাবে। মিউজিক্যাল ফিল্ম ” এমন যদি হতো” এতে চিত্র নায়ক সোহেল রানার সহশিল্পী ঐশিকা আহমেদ ঐশি। মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রানা। ‘এমন যদি হতো’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর।

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের সুপার ডুপার নায়ক সোহেল রানা। তিনি একাধারে প্রযোজক, পরিচালক ও অভিনেতা। চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন অসংখ্য ভক্ত। তবে এখন তাকে আর চলচ্চিত্রের পর্দায় খুব একটা দেখা যায় না। তবে তিনি এবার মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এটি এই অভিনেতার প্রথম মিউজিক ভিডিও। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন করা হয় বলে জানান এ নির্মাতা। মিউজিক ভিডিওটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েচে।ঐশিকা আহমেদ ঐশি বিটিবি তে কাজ করেন এবং তার ছোট কাল থেকে সপ্নো ছিল চিত্রনায়ক সোহেল রানার সাথে কাজ করা এটা তার মিউজিক ভিডিও এর মাধ্যমে সপ্নো পুরন হলো ।

Leave A Reply

Your email address will not be published.