ওয়ানডেতে লঙ্কাবধের আশা মিরাজের

0 ৮১
মেহেদী হাসান মিরাজ। ছবি : বিসিবি

টি-টোয়েন্টি সিরিজে খেলেননি মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে ফিরেছেন তিনি। তিন ম্যাচ সিরিজের প্রথমটি আগামীকাল বুধবার (১৩ মার্চ)। ক্ষুদ্র সংস্করণের না পারলেও একদিনের ম্যাচে লঙ্কানদের হারানোর আশা মিরাজের।

মিরাজ বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজ হয়তো আমরা জিততে পারিনি, তবে আমি খুশি। সবমিলিয়ে ছেলেরা ভালো খেলেছে। দুর্ভাগ্যবশত আমরা হেরে গিয়েছি। কিন্তু, সবাই খুব ভালো লড়াই করেছে। তারা পারফর্ম করছে। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সবমসয়ই একটা ফাইট হয়। বিশ্বকাপে ওদের বিপক্ষে জিতেছিলাম। এবারও আমাদের জেতা উচিত।’

এর আগে দুদলের বৈরিতা নিয়ে আজ মঙ্গলবার (১২ মার্চ) শ্রীলঙ্কা কোচ ক্রিস সিলভারউড বলেন, ‘এটি অবশ্যই ভালো দিক। এমন প্রতিদ্বন্দ্বিতা দরকার আছে। এতে দুদলের লড়াইয়ের মানসিকতা তৈরি হয়। টি-টোয়েন্টিতে আমরা উভয় দলেই বেশ ভালো লড়াই দেখেছি। ওয়ানডে সিরিজেও আমরা উপভোগ্য এক দ্বৈরথ দেখতে পাব বলে আশা করছি।

Leave A Reply

Your email address will not be published.