ওয়ান ডে-র বর্ষসেরা ডি’কক

0 ১,১৩৮

untitled-6-4খেলাধুলা ডেস্ক : এবি ডেভিলিয়ার্সের পর ওয়ান ডে-র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার উঠল আর এক প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডি’ককের হাতে৷ আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার ও টেস্ট ক্রিকেটার হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন৷

১৪ সেপ্টেম্বর, ২০১৫ থেকে ২০ সেপ্টেম্বর, ২০১৬৷ এই সময়ের মধ্যে পারফরম্যান্সের ভিত্তিতে সেরা ক্রিকেটারদের বেছে নিয়েছেন আইসিসি তিন সদস্যদের কমিটি৷ যে কমিটিতে রয়েছে গ্যারি কার্স্টেন, রাহুল দ্রাবিড় এবং কুমার সঙ্গাকারা৷ এই সময়ে ওয়ান ডে ক্রিকেটে ৭৯৩ রান করেছেন ডি’কক৷ ব্যাটের পাশাপাশি উইকেটের পিছনে গ্লাভস হাতে ১৫টি শিকার করেছে প্রোটিয়া উইকেটকিপার৷   untitled-5

টি-২০ বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ জয়ের নায়ক কার্লস ব্রাথওয়েট৷ চলতি বছরে ইডেনে বিশ্বকাপে ফাইনালে ১০ বলে চারটি ছক্কা মেরে ৩৪ রানের ইনিংস খেলে দেশকে বিশ্বকাপ এনে দেন বছর চব্বিশের এই ক্যারিবিয়ান অল-রাউন্ডার৷ ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ারের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের প্রতিশ্রুতিময় পেসার মুস্তাফিজুর রহমান৷ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসি-র বর্ষসেরা পুরস্কার জিতলেন মুস্তাফিজুর৷

Leave A Reply

Your email address will not be published.