‘ওয়ানডেতে পাকিস্তানের চেয়েও শক্তিশালী দল বাংলাদেশ’

0 ১,০৮৫

টেস্ট সিরিজে দারুন এক লড়াইয়ের পর ওয়ানডেতে এসে যেন নতজানু এক দলে পরিণত হলো পাকিস্তান। যার ফলে টানা ৪ ম্যাচ জিতে ইংলিশদেরকে প্রথমবারের মত পাকিস্তানের বিরুদ্ধে ৫ ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশের স্বাদ পাইয়ে দিতে যাচ্ছেন এইয়ন মরগান। খেলা পাকিস্তান আর ইংল্যান্ডের মধ্যে হলেও আলোচনায় চলে আসল বাংলাদেশের নাম।

সাংবাদিকের প্রশ্নটা ছিলো ঠিক এরকম- ইজি উইন এগেইনস্ট পাকিস্তান। হোয়াট ইউ এক্সপেক্ট এগেইনস্ট বাংলাদেশ ইন দি নেক্সট সিরিজ? মরগান যেন এবার বেশ বেকায়দায় পড়ে গেলেন। কারণ তিনি নিজে চোখে দেখেছেন গত কয়েক বছরে দেশের মাটিতে একবার বিশ্বকাপে ২ বার টাইগারদের কাছে হারমানার করুণ পরিণতি।

এমন প্রশ্ন উঠতেই সাফসাফ বলে দিলেন, ‘ একদিনের ক্রিকেটে বাংলাদেশ এখন পাকিস্তানের চেয়েও ভালো দল। তার প্রমাণ তারা দেখিয়ে চলেছে বিশ্বের সেরা ৩ টি দল ( ভারত , পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা) তারা যেভাবে তাদের দেশে নাকানি চুবানি খাইয়ে সিরিজ হারিয়েছে তাতে সেখানে জিততে পারা দারুন এক ফল হবে আমাদের জন্য।

বিশ্বের যেকোন দলকেই বাংলাদেশ থেকে সিরিজ জিতে ফেরাকে অনেক বড় অর্জন হিসেবে দেখেন ইংলিশ অধিনায়ক মরগান।

লেটেস্টবিডিনিউজ

Leave A Reply

Your email address will not be published.