কওমী মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দেয়া হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

0 ১,৯২৬

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : ইসলাম কখনোই জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়না, আর কওমী মাদ্রাসায়ও জঙ্গি তৈরি হয়না। কওমী মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দেয়া হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২২ এপ্রিল) বিকালে নগরীর টাউনহল এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে কওমী মাদ্রাসা শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি প্রদান করায় সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসলামকে কলঙ্কিত করে জঙ্গিবাদের নামে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার পায়তারা চলছে, ষড়যন্ত্র চলছে। ধর্মের নামে যারা অধর্মের কাজ করে, ইসলামের নামে যারা জঙ্গিবাদে লিপ্ত হয় এবং ইসলামের নামে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কওমী মাদ্রাসার যে স্বীকৃতি দিয়েছেন, তা দ্রুত কার্যকর করা হবে। যা মাইলফলক হয়ে থাকবে।’
মন্ত্রী বলেন, ‘ইসলাম যারা পছন্দ করে, যারা মুসলমান, যারা ধর্মের শিক্ষা দেয়, তারা কোনদিন একাজ করতে পারে না।’
এ সময় মন্ত্রী আলেম-ওলামাদের উদ্দেশ্যে করে বলেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে আসুন আমরা ঘুরে দাঁড়াই। সবাই মিলে জঙ্গিদের প্রতিহত করতে হবে।’
ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ, আল্লামা আজহার আলী আনোয়ার শাহ, আল্লামা আব্দুল কুদ্দুস, মুফতি রুহুল আমিন, হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, নগরীর বড় মসজিদের খতিব মুফতি আব্দুল হক, মুফতি তাজুল ইসলাম কাসেমী প্রমুখ।ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.