কপাল খুলছে নাসিরের?
খেলাধুলা ডেস্ক : দীর্ঘ দিন ধরে বাংলাদেশ দলে জায়গা পাচ্ছেন না নাসির হোসেন। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে এশিয়া কাপ এমনকি ঘরের মাঠে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচেও দর্শক হয়ে থাকতে হয়েছে নাসিরকে।
এবার বোধ হয় কপাল খুলছে নাসিরের। জাতীয় ক্রিকেট লিগে নজরকাড়া পারফর্ম করার পুরুস্কার পেতে যাচ্ছেন তিনি। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসছে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ সদস্যের প্রাথমিক দলে রাখা হচ্ছে নাসিরকে।
গেল কয়েকদিন আগে জাতীয় লিগে ক্যারিয়ারের প্রথম দ্বিশতক হাঁকান নাসির। এরপরও খেলেন বেশ কয়েকটি দুর্দান্ত ইনিংস। আসরে তিনটি ম্যাচ খেলে ৩২৮ রান করেন নাসির। তাঁর ব্যাটিং গড় ১০৯.৩৩।
প্রসঙ্গত, একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত ৫৮ ম্যাচ থেকে ১২৬২ রান করেছেন নাসির। যেখানে তাঁর গড় ৩২ এর উপরে। রয়েছে ১টি শতক আর ৬টি অর্ধশতকের ইনিংস।
কেবল ব্যাটিংয়েই নয়, বল হাতেও অনেকখানি সফল নাসির। ৫৮ ম্যাচ খেলে ঝুলিতে পুরেছেন ২১টি উইকেট। বোলিং ইকোনমিক রেট ৪.৬১।|