কমার্শিয়াল ফিল্মে অভিনয়ের ইচ্ছে নেই’
আরমগীর, বিনোদন ; এই সময়ের ব্যস্ত টিভি অভিনয় শিল্পীদের মধ্যে নাজিরা আহমেদ মৌ অন্যতম। ২০০৭ সালে বিনোদন বিচিত্রার বিউটি কনটেস্টে রানার্স আপ হন মৌ। এরপর দীর্ঘদিন মিডিয়া থেকে দূরে ছিলেন। নাটক না করলেও রেক্সোনা, প্রাণ মেঙ্গো জুস, মঞ্জিল টিভি, ওয়ারিদ টেলিকম, বাংলালিংক, প্রাণ গুড়া মশলাসহ বড় বড় ব্র্যান্ডের মডেল হয়ে বিজ্ঞাপন করেন। এরপর ২০১৫ সালে নাটকে অভিনয় শুরু করেন। এখন নাটকে ভীষণ ব্যস্ত তিনি।
নিজের ব্যস্ততা সম্পর্কে মৌ বলেন, ‘১৫/২০ আগে থেকেই টিভি ঈদের নাটকের শুটিংগুলো শুরু হয়েছে। এবারের ঈদের পাঁচটি নাটকে কাজ করেছি। এটিএন বাংলায় লাইফ ইন এ মেট্রো ও বাংলাভিশনে মেঘের পরে মেঘ জমেছে অনএয়ার চলছে। রায়হান খানের প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা চলছে আরটিভিতে। মাছরাঙ্গায় সামনের মাস থেকে অনএয়ার হবে এস এ হক অলিক ভাইয়ের হসপিটাল।’
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টেরিয়র ডিজাইন এর উপর অনার্স করেন মৌ। কিন্তু ডিজাইনার হওয়া তার কাজ নয়। কারণ এটি অনেক কঠিন কাজ বলে তিনি মনে করেন। এই বিষয়ে মৌ বলেন, ‘ডিজাইনিং এর উপর পড়ে আমার মনে হয়েছে এটা অনেক কঠিন একটি কাজ। ছাদ ঢালাই এর সময় আবার রঙের কারখানায় গিয়ে বসে থাকতে হয়। কোন রঙ কিভাবে মিক্সিং করে তা দেখার জন্য। এতো কঠিন কাজ আমাকে দিয়ে হবে না।’
মৌ বলেন, ‘২০১৫ এর পর থেকে এই আড়াই বছরে টানা কাজ করে গেছি। আর ছাড়ার কোন ইচ্ছে নেই। তবে ৪/৫দিন পরপর একটি ব্রেক নিতে ইচ্ছে করে। আমি নিজেকে একজন পুরোপুরি একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।
সবারই তো সিনেমায় অভিনয়ের ইচ্ছা থাকে। আপনার এমন কোন ইচ্ছা কি আছে? জানতে চাইলে এই তরুণ অভিনেত্রী বলেন, ‘হ্যা স্বপ্ন রয়েছে ভালো সিনেমায় অভিনয় করবো। অনেকগুলো অফারও পেয়েছি। তবে সবই পুরোপুরি কর্মাশিয়াল ফিল্ম। কোন ধরনের কমার্শিয়াল ফিল্মে কাজের কোন ইচ্ছা আমার নেই।মানুষ অনেকদিন মনে রাখবে এই ধরনের চলচ্চিত্রেই আমি অভিনয় করতে চাই।’
অনেক নাটকে কাজ করলেও এই অভিনেত্রীর নিজের পছন্দের কিছু কাজ রয়েছে। এরমধ্যে রসিয়া, অনুমতি প্রাথর্না, নির্জণ সাক্ষর, সন্ধার মেঘমালা, ছায়াসাথী, দুর নক্ষত্রের কাছে এগুলো আমার অনেক ভালোলাগা কাজ। তবে কাজতো অনেক করেছি। পছন্দের কাজ আরো অনেক রয়েছে, সেগুলো এই মুহূর্তে মনে পড়ছে না।