কানসাট ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

0 ১০৪
শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসায় আলিম ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার  (১০ আগস্ট) সকাল ১০টার দিকে মাদ্রাসার হলরুমে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলামের
সভাপতিত্বে আলিম ১ম বর্ষের শিক্ষার্থী সিফাত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ হাফিজুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল- মাদ্রাসা প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল- মাদ্রাসা ও কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।
এসময় আরও বক্তব্য রাখেন উপধ্যক্ষ মাঃ মতিউর রহমান, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা ও শহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ।
বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.