কামড়ে ছিঁড়ে নিল কাউন্সিলরের কান

0 ৩৩০

আন্তর্জাতিক ডেস্ক: টানা কয়েকমাস হংকংয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে চলছে গণআন্দোলন। আন্দোলন রুপ নিয়েছে চীনপন্থী শাসক ক্যারি ল্যামকে উৎখাতের আন্দোলনে। এ আন্দোলন এখন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।

দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক ব্যক্তির ছুরি নিয়ে হামলা চালানোর আক্রোশে স্থানীয় কাউন্সিলরের কান কামড়ে ছিঁড়ে নিয়েছে এক আন্দোলনকারী।

এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ এসে টিয়ার গ্যাসের শেল ছোঁড়ার পাশাপাশি লাঠিচার্জ করে। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তাইকু শিং শহরে।

স্থানীয় একটি ইংরেজী পত্রিকার খবরে বলা হয়েছে, রবিবার এ ঘটনার সূত্রপাত হয়। তাইকু শিং শহেরের সিটি প্লাজা নামে একটি শপিং মলে আচমকাই ছুরি নিয়ে হামলা চালান এক ব্যক্তি। এ সময় ওই কাউন্সিলর শপিং মলে ঢুকছিলেন। তার কান কামড়ে ছিঁড়ে ফেলা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন তিনি।

স্থানীয় ডেমোক্র্যাটিক পার্টির এক সদস্য জানিয়েছেন, এ ঘটনায় ছুরির আঘাতে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের আঘাত আরও গুরুতর।

এ ঘটনায় ঘতক ব্যক্তিটিকে আটকে ফেলে জনতা। তাকে গণপ্রহার করা হয়। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

Leave A Reply

Your email address will not be published.