কারাগারে সেই পাগলা মিজান

0 ৪৩৪

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: ঢাকা উত্তর সিটির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মিজান ও পাগলা মিজানকে অস্ত্র মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সিলেটের শ্রীমঙ্গল থানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) এর করা অস্ত্র আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহী পাগলা মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আগামীকাল বুধবার মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৫ দিনের রিমান্ড চাওয়া হতে পারে।

মৌলভীবাজার কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অর্থপাচার মামলায় ৭ দিনের রিমান্ড শেষে গত রবিবার (২০ অক্টোবর) মিজানকে ঢাকার কারাগারে পাঠানো হয়।

ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকাসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে গত ১১ অক্টোবর ভোরে শ্রীমঙ্গল থেকে মিজানকে অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব-৯। গ্রেফতারকালে তার কাছ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও নগদ ২ লাখ টাকা জব্দ করা হয়।

পর দিন র‌্যাব-৯ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল জব্বার বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মিজানের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা কারেন। রাজধানীর মোহাম্মদপুর থানায়ও মানি লন্ডারিং আইনের মামলা রয়েছে আলোচিত এ নেতার বিরুদ্ধে।

Leave A Reply

Your email address will not be published.