কারিনাকে জোর করে বিয়ে করেছিলেন সাইফ আলি!

0 ৩৯৩

বিনোদন ডেস্ক: অমৃতা সিংয়ের সঙ্গে ১৩ বছর সংসার করার পর বয়সে ১০ বছরের ছোট বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেছিলেন সাইফ আলি খান। বিয়ের আগে ৫ বছর সাইফের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের কন্যা কারিনা। ২০১২ সালে কারিনাকে বিয়ে করেন সাইফ। তাদের ঘরে তৈমুর নামে এক পুত্র সন্তান আছে।

কারিনার সঙ্গে সাইফের প্রথম দেখা হয়েছিল গ্রিসে। প্রথম দেখাতেই ক্র্যাশ খেয়েছিলেন সাইফ। এর পর বিয়ের প্রস্তাব দিলে দুই দফা তা প্রত্যাখ্যান করেন কারিনা। কারণ ছিল একটা- সাইফকে ভালোভাবে না চেনা।

এর পর ‘টশন’র শুটিংয়ে সাইফকে দেখে কারিনাও মুগ্ধ হয়েছিলেন। তারপর থেকেই দুজনের সখ্যতা, মনের লেনাদেনা।

একটা পর্যায়ে গ্রিসে ও লাদাখে পর পর দুবার যখন কারিনাকে বিয়ের প্রস্তাব দিলেন সাইফ দুবারই তাতে অসম্মতি জানান কারিনা। কিন্তু কারিনা না করলেও থেমে থাকেননি প্রেমিক সাইফ। শেষ পর্যন্ত খান সাহেবকে বিয়ে করতে রাজি হন বেবো বেগম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে এভাবেই গল্পের মতো করে কথাগুলো জানালেন কারিনা কাপুর।

কারিনা জানান, অনেকটা জোর করেই সাইফ আলি তাকে বিয়ে করেছিলেন। বিয়ের আগে সাইফকে শর্ত দেয়া হয়েছিল- বিয়ের পর যেন কারিনার কোনও কাজে বাধা দেয়া না হয়। বিয়ের পরও অভিনয় চালিয়ে যাওয়ার শর্তেও রাজি হন সাইফ। শেষ পর্যন্ত হয় তাদের মালাবদল।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com